Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি গান গেয়েছি পাপ করেছি: আসিফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ৩:১১ পিএম

সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মদ-ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন কয়েকজন মডেল বা অভিনয়শিল্পী পরিচয়ধারী। এমন পরিস্থিতিতে শোবিজ তারকাদের ঘিরে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নেটিজেনরা তুলোধুনা করছেন তারকাদের। এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবর।

আজ বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে আসিফ তার ভ্যারিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘পৃথিবী থেকে বিদায় নিতে হবে সবাইকে। আমরা যারা শোবিজে কাজ করি, কারো কারো হিসাবে তারা সবাই দোজখে আগুন ধরানোর এক নম্বর লাকরি। আমাদের সমস্ত পাপের শাস্তি দুনিয়াতে আর আখেরাতে একই মাত্রার কিনা জানি না। সিনেমা, নাটক, গানসহ সমস্ত শৈল্পিক চর্চাকে আজকাল ঘৃনার চোখে দেখা হয়। অত্যাচারী লুটেরা ক্ষমতার অপব্যবহারকারী সুদ ঘুষ খোর হারামজাদারা হয় রাষ্ট্রের এলিট সিটিজেন। মাঝে মাঝে প্রশ্ন জাগে- আপনাদের ঘৃণাভরা মনে আমাদের অস্তিত্ব কীভাবে কাজ করে! আমি গান গেয়েছি পাপ করেছি, আমার শাস্তি দুনিয়ায় অভিশপ্ত হয়ে বেঁচে থাকা।’

আসিফ আরও লিখেছেন, ‘আপনাদের কেউ কেউ গান শুনবেন, আর ব্র্যাকেটে জাহান্নামের ভয় দেখাবেন! এ কেমন বৈপরীত্য! রঙিন দুনিয়া আপনার দৃষ্টি আকর্ষন করেছে। আপনিও মজা পাচ্ছেন, ফাঁকে ফাঁকে রঙিন দুনিয়ার সঙ্গত পেতে টাকা ঢালছেন নিজের যেকোনো পন্থায় উপার্জনের গরমে। সুযোগের অভাবে ভদ্রলোক হয়ে থাকা সমস্ত পাপীর রেকর্ড আল্লাহর কাছে অবশ্যই আছে। শোবিজ এতো ঘৃণার জায়গা হলে ব্যান করে দেয়া হউক দেশের চলিত সিলেবাস থেকে। আমি পুরুষ হিসেবে নিজেই সুযোগ সন্ধানী অপরাধী। আমাকে ধরতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রমানের অভাব নেই। যারা ধরবেন তাদের চলাচল তো আমাদের সাথেই!’

শোবিজের কথিত অপরাধীদের পেছনে মূল হোতা অন্য কেউ- এমন দাবি করে আসিফ লিখেছেন, ‘এই নগরে রাতের অন্ধকার জগতে পোশাকে পোশাকে কোন পার্থক্য হয়না। ক্ষমতা যার কাছে তিনি সাধু, বাকি ধৃতরা সব অপরাধী, অথচ সবাই সবাইকে চেনে। হঠাৎ করে ধরা পড়া অপরাধীরা নিজে নিজে তৈরী হয়নি। তাদের পেছনে কেউ ছিল যারা রাষ্ট্রের প্রভাবশালী। আজকাল বেশী কথা বলতে চাইনা, এখন ভয় লাগে। সব কথা বলাও ঠিকনা। শোবিজের নাম ভাঙিয়ে খুব মজা হচ্ছে সুপার সিভিলাইজড সোসাইটিতে। রঙিন দুনিয়া সবসময় রঙিন থেকে রঙিনতম হতেই থাকবে। ফেঁসে যাবে উচ্চাভিলাষী কেউ কেউ। তাদের পেছনের পৃষ্ঠপোষকতাকারী গডফাদার নামের শুয়োরগুলো এলিট থেকে যাবে। পাবলিক হাসবে, মজা নেবে শোবিজের জোকারদের নিয়ে। তারা ভুলে যায় নিজের পরিবারেও এমন অভিশপ্ত কারো জন্ম হতে পারে।’

সবশেষে আসিফ লিখেছেন, ‘খারাপ আমিও, সবসময়ের জন্যই খারাপ। আমার রুটি-রিজিকের মালিক মহান আল্লাহ, নইলে এই পাপাচারক্লিষ্ট গান গাওয়া আমার পেশা কেন হবে! খুব বেশি খারাপ লাগলে বাংলাদেশের শোবিজ বয়কট করে আন্তর্জাতিক মাত্রার বিনোদন নিন। শোবিজে অনেক খারাপ মানুষের ভিড়ে একজন সৈয়দ আবদুল হাদী এবং ফেরদৌসী রহমান আন্টির মতো লিভিং লিজেন্ডরাও এখনো সভ্যতার উপমা হয়ে জীবিত আছেন এই বঙ্গদেশে। নিজেও সভ্য হউন, আর আমরা অসভ্যরা আপনার মত সভ্যদের মঙ্গল কামনা করি সবসময়।’



 

Show all comments
  • Billal Hosen ৫ আগস্ট, ২০২১, ৩:১৭ পিএম says : 0
    রসূলুল্লাহ (সা.) অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন, ‘সেই সত্তার কসম, যার কব্জায় আমার প্রাণ! তোমরা নেক কাজের নির্দেশ করো, লোকদের মধ্যে তাবলীগ করো এবং মন্দ কাজ হতে বিরত রাখো। তা না করলে আল্লাহ তোমাদের ওপর আজাব নাজেল করবেন এবং তোমরা সে সময় দোয়াও করবে, কিন্তু দোয়া কবুল হবে না।’
    Total Reply(0) Reply
  • আমিনুল ইসলাম ৫ আগস্ট, ২০২১, ৪:৪৭ পিএম says : 0
    মাফ করার মালিক আল্লাহ।তবে কোরআন এবং হাদিস অনুযায়ী এই জগতের মানুষ গুলো জাহান্নামের জগতের ভিতরেই ডুবে আছে।আল্লাহ সবাইকে বুঝ দান করেন।
    Total Reply(0) Reply
  • Gazi Masud ৫ আগস্ট, ২০২১, ৬:০২ পিএম says : 0
    গান গাওয়া পাপ নয়।পাপ হলো আমি আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের বাইরে গিয়ে সে কাজ করেছি কি না!
    Total Reply(0) Reply
  • Naimul Islam Noyon ৫ আগস্ট, ২০২১, ৬:০৩ পিএম says : 0
    আমিও গান শুনেছি পাপ করেছি,বেশ কয়েক বছর হলো শুনিনা,আল্লাহ্ সুবহানা তাওলা মাপ করার মালিক।অাপনার জন্য শুভকামনা। প্রায়সময় অাপনার লিখুনির মধ্যে সত্য বলার সাহস খুঁজে পাই।
    Total Reply(0) Reply
  • Shikdar Mohammad Zakaria ৫ আগস্ট, ২০২১, ৬:০৩ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ। প্রিয় আসিফ ভাই
    Total Reply(0) Reply
  • মোঃ সেলিম রেজা ৫ আগস্ট, ২০২১, ১১:০৯ পিএম says : 0
    স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই
    Total Reply(0) Reply
  • মোঃ সেলিম রেজা ৫ আগস্ট, ২০২১, ১১:০৯ পিএম says : 0
    স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই
    Total Reply(0) Reply
  • MD Abul Kalam ৫ আগস্ট, ২০২১, ১১:১৪ পিএম says : 0
    সহজ ভাবে বলতে গেলে একটা কথাই বলব , কুরান সুন্নার বীপরিত যদি হয় আসিফ ভায়ের গান তাহলে এর প্রতিফল আমাকে বলে দেওয়া লাগবে আসিফ ভাইকে , উনি নিজেই তাঁর প্রতিফল বের করতে পারবেন ।
    Total Reply(0) Reply
  • Forhad FD ৬ আগস্ট, ২০২১, ৭:০৯ পিএম says : 0
    আল্লাহ তাআ'লা গান বাজনা হারাম করেছেন সেটা তো অবশ্যই পাপ এবং তার জবাব দিতে হবে একদিন, তবে ওই গানগুলো হারাম নয় যেগুলো আল্লাহ ও রাসুলকে নিয়ে বা তাদের প্রশংসায় গাওয়া হয় যেখানে বাজনাও নেই শুধু ভোকাল, পরিশেষে আমি সবার জন্য দুআ করবো যারা অপসংস্কৃতির সাথে জরিয়ে আছেন, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন আমিন আল হারামাইন টিউন, সঙ্গীত শিল্পীঃ ফরহাদ আহমদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ