রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
৭৩ কিলোমিটারে সাড়ে ৩ হাজারের চলাচল
অটোভ্যানের দখলে কাজীপুরের সড়কগুলো
কাজীপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের কাজীপুরের সড়কগুলো এখন অটোভ্যানের দখলে চলে গেছে। এই ভ্যানের অপ্রশিক্ষিত চালকদের কারণে ঘটছে দুর্ঘটনা। আর রাতের বেলায় ভ্যানে সামনের অংশে লাগানো বিশেষ ধরনের লাইটের কারণে বিপরীত দিকের যাত্রী এবং পরিবহন চালকদের চোখ ধাঁধিয়ে যাওয়ায় দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে। অথচ অনুমোদনহীন এসব যানবাহনের ক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কাজীপুর উপজেলায় প্রায় ৪৫ কিমি. পাকা ও ২৮ কিমি. কাঁচা রাস্তা রয়েছে। আর অটোভ্যানের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এই বিপুলসংখ্যক অটোভ্যানগুলো চালকরা আগে পায়ে প্যাডেল করে চালালেও এখন ভ্যানে যোগ হয়েছে প্রযুক্তি। ফলে চালকরা ভ্যানে চড়ে বাঁকা হয়ে বসে আগের চেয়ে দ্রুতগতিতে চালাচ্ছে। ফলে বিভিন্ন মোড়ে, পার্শ্ব রাস্তা, সরু রাস্তা, হাটবাজার এসব স্থানে চালাতে গিয়ে গতির সাথে মিল রেখে অনেক সময় থামাতে ব্যর্থ হচ্ছে। মোড় ঘোরার সময়েও তারা মানছে না কোনো নিয়মনীতি। যে কোনো গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে তারা যথেচ্ছভাবে ভ্যানগুলো দাঁড় করিয়ে রেখে চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে। এসব কারণে বাড়ছে দুর্ঘটনার হার। এর সাথে নতুন করে যোগ হয়েছে এর নিচে লাগানো বিশেষ লাইটের ব্যবহার। রাতের বেলা সামনের রাস্তা দেখার জন্য উপরে লাইট রয়েছে। এর পরেও সামনের চাকার উপরে বিশেষভাবে আরও একটি বাল্ব লাগিয়েছে চালকরা। ফলে বিপরীত দিক থেকে আসা অন্যান্য যানবাহনের চালকদের চোখ ধাধিয়ে যাচ্ছে। এতে করে প্রায়শই রাতের বেলায় ঘটছে দুর্ঘটনা। শুধুমাত্র অটোভ্যান বাড়ার কারণে পুরো উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থায় পড়ছে এর প্রভাব। প্রায়ই লোডশেডিংয়ের ধকল পোহাতে হচ্ছে সাধারণ মানুষজনকে। অথচ এ বিষয়ে উপজেলা প্রশাসন সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। এ বিষয়ে কাজীপুর থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কু-ু জানান, বিষয়টি কেউ আমাদের নজরে আনেনি। তবে এখন থেকে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।