Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেনার চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের হতদরিদ্র সৈয়দ মো. সিরাজুল হকের স্ত্রী বেগম আমেনা ভূইয়া (৬০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগছেন। বর্তমানে রাজধানীর উত্তরাস্থ মহিলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যামেলি মেডিসিন ওয়ার্ড। বেড নং-১১। চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, আমেনা ভূইয়ার দুটি কিডনিই প্রায় অকেজো, তার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নেয়া জরুরি, এতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। বেগম আমেনা ভূইয়া স্বামী মো. সিরাজুল হক স্ত্রী নিয়ে জীবনের প্রায় শেষ প্রান্তে এসে চরম বিপাকে পড়েছেন। অভাবের সঙ্গে নিত্য সংগ্রাম করে চলেছেন। ৪ সন্তানের পরিবারে সিরাজুল হক বয়সের ভারে রোগে-শোকে কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘদিন স্ত্রীর চিকিৎসা চালাতে গিয়ে ধার-দেনায় জড়িয়ে পরেন। দরিদ্র এ পরিবারের কারো পক্ষেই চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে ছেলে সৈয়দ মো. হাবিবুর রহমান হাবিব সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট মায়ের চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
সৈয়দ মো. হাবিবুর রহমান হাবিব
হিসাব নং- ০২০০০০২৪৯০২৫৩
অগ্রণী ব্যাংক, হাটখোলা শাখা, ঢাকা।
মোবাইল ও বিকাশ-০১৭১৮৫২২৯৩৮



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমেনার চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ