প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন : অভিনেতা আফজাল শরীফ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’তে। এই চলচ্চিত্রের একমাত্র মুসলিম চরিত্রটিতে তিনিই অভিনয় করেছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত ৫০০’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ বদিউল আলম খোকন পরিচালিত ‘নিঃশ^াস আমার তুমি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ে আজকের অবস্থান প্রসঙ্গে আফজাল শরীফ বলেন, ‘আমার ভালোলাগা ভালোবাসা মঞ্চকে ঘিরে। মঞ্চই আমাকে আজকের আফজাল শরীফ হিসেবে গড়ে তুলতে দারুণভাবে সহযোগিতা করেছে। আর এরপর যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন হুমায়ূন স্যার। আর দর্শকের ভালোবাসার কারণেই আমি আজকের আফজাল শরীফে পরিণত হয়েছি। সবার দোয়া ও ভালোবাসার মাঝেই আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই।’ এদিকে চলতি সপ্তাহে আফজাল শরীফ ব্যস্ত আছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। এর পরপরই তিনি শুরু করবেন সাফি উদ্দিন সাফি’র ‘রাজকুমার’ সিনেমার শুটিং। আসছে ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে আফজাল শরীফ অভিনীত এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রটি। সম্প্রতি তিনি শেষ করেছেন জি সরকারের নির্দেশনায় ‘লাভ ইন সিক্সটিন’ চলচ্চিত্রের কাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।