রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা
মামলাসহ বিভিন্ন জটিলতায় স্থগিত ফেনীর ১৩ ইউনিয়নের ভোটগ্রহণ ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। ওই চিঠিতে বলা হয় বন্ধ ঘোষিত ভোট কেন্দ্র সমভোটপ্রাপ্ত পদে পুঃ ভোটগ্রহণ মামলা বা অন্যবিধ জটিলতায় স্থগিত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বলা হয়, মনোনয়ন দাখিল ৬ অক্টোবর, মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের পুনরায় মনোনয়নপত্র জমা দিতে হবে না বলেও ওই চিঠিতে বলা হয়। ঘোষিত সময় সূচিতে মামলা সংক্রান্ত জটিলতায় স্থগিত ১১টি ইউনিয়ন ফেনী সদর উপজেলার ধর্মপুর, বালিগাঁও ইউনিয়ন, পরশুরাম উপজেলা চিথলিয়া, মির্জানগর, বক্সমাহমুদ ইউনিয়ন ও ফুলগাজী উপজেলার সদর, আমজাদহাট, দরবারপুর, জিএমহাট, মুন্সিরহাট, আনন্দপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র ও সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম জানান, এ সংক্রান্ত একটি চিঠি সম্পর্কে নির্বাচন কমিশন কর্মকর্তা জানিয়েছেন, তবে এখন পর্যন্ত চিঠির কোন কপি আমি পাইনি। এ আগে ২ মার্চ নির্বাচনে সরকারদলীয় নেতার প্রভাব বিস্তার, হামলা ও ভাংচুরে ঘটনায় পরশুরাম-ফুলগাজী উপজেলার সব কটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। গত ৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে ফুলগাজী উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে গত ২ জুন সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতে দায়ের করা রিটে ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করে কমিশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।