Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেসমিনের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

যে বয়সে খেলাধুলা ও লেখাপড়ায় মেতে থাকার কথা। সে বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় চটফট করছে ৫ম শ্রেণি মেধাবী ছাত্রী জেসমিন। বর্তমানে সে রাজধানীরর ধানমন্ডিস্থ ল্যাবএইড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আফজালুর নিসার চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, জেসমিন জটিল মেয়েলি রোগে আক্রান্ত, তার পেটে প্রচ- ব্যথা। তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসা জরুরি, এতে অনেক টাকার প্রয়োজন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নাছিম মোহাম্মদ হোসেন পাড়ার মরহুম তফাজ্জল হোসেনের মেয়ে জেসমিন আক্তার (১৩)। ১ ভাই ২ বোনের মধ্যে জেসমিন সবার ছোট। সে চরম্বা মোহাম্মদিয়া এবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণি মেধাবী ছাত্রী। মাদ্রাসা প্রধান জানান, জেসমিনের মা বাবা কেউ বেঁচে নেই। মাথা গুঁজার কোন আশ্রয় নেই। সৎ ভাইবোনের বাড়িতে থাকে। একমাত্র আপনভাই দিনমজুরি করে সংসার চালায়। জেসমিন প্রায় ১ বছর ধরে দুরারোগ্য এক রোগে আক্রান্ত। জেসমিনের স্বজনদের পক্ষেও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা-
জেসমিন আক্তার
পিতা মরহুম তফাজ্জল হোসেন
চরম্বা ইউনিয়নের নাছিম মোহাম্মদ হোসেন পাড়া।
লোহাগাড়া, চট্টগ্রাম।
মোবাইল : ০১৮২০১৭৩৮২৬ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেসমিনের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ