রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুর জেলা সংবাদদাতা
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুটি পরিবারকে মামলা ও হামলা করে ঘর ছাড়া করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার উমেদপুর গ্রামের প্রভাবশালী চানমিয়া মাদবর একই গ্রামের তারা মিয়া ফকির (৬৫)ও ইদ্রিস মাদবরের (৬০) জমি দখল করে বিল্ডিং নির্মাণ শুরু করে। এঘটনাকে কেন্দ্র করে তারা মিয়া ফকির ও ইদ্রিস মাদবর বাদী হয়ে থানা ও আদালতে একাধিক মামলা করে। এছাড়ও বিল্ডিং নির্মাণ স্থগিত চেয়ে আদালতে একটি নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে তারা মিয়া ফকির। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস মাদবর বিভিন্ন জনকে দিয়ে নারী নির্যাতন, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও হুমকি দিয়ে ওই দুটি পরিবারকে ঘর ছাড়া করছে। এতে করে মানবেতর জীবনযাপন করছে ওই পরিবার দুটি। গত ১৬ সেপ্টেম্বর রাত ১টার দিকে পুলিশ দিয়ে বৃদ্ধ তারা মিয়া ফকিরকে আটক করায়। পরের দিন পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করে। গত ২২ সেপ্টেম্বর চানমিয়া মাদবর বাদী হয়ে শিবচর থানায় একটি চাঁদাবাজির মামলা করে। সেই মামলায় তাকে এবং রানা নামে এক যুবকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও চান মিয়া মাদবর এর আগেও তার এক নিকট আত্মীয়কে দিয়ে নারী নির্যাতনের মিথ্যা মামলা করে। সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়া থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। এই জমিজমাকে কেন্দ্র করে দুইপক্ষের ৭/৮টি মামলা চলমান রয়েছে। হামলা মামলার শিকার তারা মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির বলেন, আমার মামলা ও হামলার ভয়ে বাড়ি যেতে পারছি না। চানমিয়া মাদবর প্রভাবশালী এবং টাকাওয়ালা হওয়ায় আমাদের দফায় দফায় হুমকি দিচ্ছে জমি দিয়ে দেয়ার জন্য। জমি না দিলে আমাদের অস্ত্র ও মাদক মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলেও হুমকি দিচ্ছে। আমরা গরিব মানুষ কি করবো? আমাদের বসত ভিটাটুকুও কেড়ে নিতে চায়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যপারে মামলা তদন্ত কর্মকর্তা আমির হোসেনের ব্যবহৃত মুঠোফোন (০১৭১৫৫৪৮৫৩৩) নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়াও শিবচর থানার ওসি জাকির হোসেনের সরকারি নম্বরের (০১৭১৩৩৭৩৫৮৮) একাধিক বার ফোর দিলে তিনি ফোন রিসিভ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।