Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্যাটগার্ল’ ফিল্মে কমিশনার গর্ডনের ভূমিকায় জেকে সিমন্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

অনেকে বলে ‘ব্যাটম্যান’ ফিল্মগুলোর অপরিহার্য চরিত্র কমিশনার গর্ডনের ভূমিকায় জেকে সিমন্সের চেয়ে মানানসই আর কেউ কখনও অভিনয় করেনি। সিমন্স এর আগে ২০১৭’র ‘জাস্টিস লিগ’ এবং এই বছরের য্যাক স্নাইডার পরিচালিত ‘জাস্টিস লিগ’ ফিল্মগুলোতেও কমিশনার গর্ডনের ভূমিকায় ভূমিকায় অভিনয় করেছেন। ওয়ার্নার ব্রাদার্স সম্প্রতি ঘোষণা দিয়েছে ‘ইন দ্য হাইটস’ খ্যাত লেসলি গ্রেস ব্যাটগার্লের ভূমিকায় অভিনয় করবেন। ফিল্মটি পরিচালনা করবেন আদিল এল আরবি এবং বিলাল ফালাহ। ক্রিস্টিনা হডসন আসন্ন ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন; তিনি এর আগে ‘বার্ডস অফ প্রে’ এবং আসন্ন ‘দ্য ফ্ল্যাশ’ ফিল্ম দুটি চিত্রনাট্য লিখেছেন। সিমন্সকে সর্বশেষ দেখা গেছে ক্রিস প্র্যাট অভিনীত অ্যামাজনের অ্যাকশন ফিল্ম ‘দ্য টুমরো ওয়ার’ এবং জেক জনসন অভিনীত ‘রাইড দ্য ইগল’ ফিল্মে। তিনি আগামীতে এমসিইউ’র ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ ফিল্মে জে জোনা জেমিসন চরিত্রে ফিরবেন। ‘ব্যাটগার্ল’ আগামী বছর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ