রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার তালুকদারপাড়ায় গত বৃহস্পতিবার আব্দুল হাই ওরফে পাওয়ারের বাড়ি থেকে ৬৫টি বিষধর সাপ বের হওয়ার ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার তালোড়া তালুকদার পাড়ার আব্দুল হাই ওরফে পাওয়ার চাকরির কারণে পরিবার নিয়ে গ্রামের বাইরে বসবাস করে। গ্রামের তার মাটির বাড়িটি প্রতিবেশী একজন দেখাশুনা করে। গত বুধবার বিকেলে ওই প্রতিবেশী বাড়িতে আসে এবং বারান্দায় একটি এক হাত লম্বা বিষধর সাপ দেখতে পায়। সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে সাপটি মেরে ফেলে। পরের দিন বৃহস্পতিবার সকালে সে আবারো ওই বাড়িতে আসে এবং আরেকটি বিষধর সাপ দেখতে পেয়ে সেটাও মেরে ফেলে। এর পরেই তার মনে সন্দেহ হলে সে প্রতিবেশীদের নিয়ে মাটির ঘরের কয়েকটি গর্ত খোড়াখুরি শুরু করে। এক পর্যায় ওই গর্তগুলো থেকে একের পর এক বিষধর সাপ বের হতে থাকে। প্রতিটি সাপ গ্রামবাসীর সহায়তায় মেরে ফেলে। এক পর্যায় সাড়ে ৩ হাত লম্বা একটি বিষধর সাপ গর্ত থেকে বের হয়ে আসে। সেটাও মেরে ফেলে গ্রামের লোকজনের সহায়তায় তা পুড়ে ফেলা হয়। ঘটনাটি এলাকায় প্রকাশ পেলে গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর প্যানেল মেয়র মোশারফ হোসেন মুন্সীর ছেলে মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাড়িটি অনেক দিনের পুরাতন এবং কেউ না থাকায় বিষধর সাপের ডিম থেকে বাচ্চাগুলো জন্ম নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।