বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বর্তমানে ২২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৮ জন। অন্যদিকে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন।’
মো. মেজবাউল আলম বলেন, ‘হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৮৯ টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৭৪ জন, কুমারখালীতে পাঁচজন, দৌলতপুরে ১১ জন, ভেড়ামারায় ১০ জন, মিরপুরে ২১ জন ও খোকসায় ২২ জন রয়েছেন।’
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২৬ জন। মারা গেছেন ৫৮৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।