রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীতে নদী থকে এক মাদ্রাসা শিক্ষকের লাশ ও গলায় ফাঁস দেয়া এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সৈয়দপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী উত্তর সোনাখুলী গ্রামের সালুয়া পাড়ায় সরমংলা নদী থেকে আজাদ আবু কালাম (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। মাঠে কাজ করে বাড়ী ফেরার সময় খরস্রোতা সরমংলা নদী পার হতে গিয়ে পানিতে ডুবে যায় শিক্ষক কালাম। পরে নদীর ভাটির দিকে তার লাশ ভেসে উঠে। এলাকাবাসী জানায়, আবু কালাম সাঁতার জানতো না। সে স্রোতের টানে নদীর পানিতে ডুবে গিয়ে মারা যায়। অপরদিকে একই উপজেলায় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাঁশবাড়ী গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আতিশা আক্তার (১৪) নামে এক তরুনী আত্মহত্যা করেছে। নিহত আতিশা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। নিহতের পারিবারিক সূত্র জানায়, আতিশা দীর্ঘদিন থেকে গলগন্ড রোগে ভুগছিল। এর যন্ত্রণা সহ্য করতে না পেয়ে সবার অজান্তে ঘরের মধ্যে সে আত্মহত্যা করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম শিক্ষক ও তরুণীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।