মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নভেল করোনাভাইরাসে আমাদের দেশে মৃতের সংখ্যা ২১ হাজারের অধিক। জনসমাগম ঠেকাতে সরকার দফায় দফায় দিচ্ছে লকডাউন। তারপরেও করোনা সংক্রমণ শহর থেকে সূদুর গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কিন্তু করোনা নিয়ে শহরের মানুষ কিছুটা সচেতন হলেও গ্রামের মানুষ মোটেই সচেতন না। তাদের মধ্যে এখনো অনেক ভ্রান্ত ধারণা দেখতে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো, করোনা এসেছে শহুরেদের জন্য, গ্রামের লোকদের করোনা হবে না। কিন্তু এ ধারণা ভুল প্রমাণ করে করোনা সংক্রমণ এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। বর্তমানে আক্রন্তদের বড় একটা অংশ গ্রামের মানুষ। তাই গ্রামেও বাড়াতে হবে সচেতনতা। এক্ষেত্রে সরকারিভাবে প্রত্যেক গ্রামে গ্রামে মাইকিং করে সচেতনতা বৃদ্ধি করতে হবে। গ্রামের শিক্ষিত সমাজেরও সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। অন্যথায় প্রতিবেশী দেশ ভারতের মতো আমাদের অবস্থাও করুণ হবে। তাই এই বিষয় নিয়ে সরকার এবং শিক্ষিত সমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা জরুরি।
শিক্ষার্থী, পটিয়া সরকারি কলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।