Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জনগণের ভালবাসায় আওয়ামীলীগের ভীত, এখন অনেক দৃঢ় ও মজবুত- খাদ্য মন্ত্রী

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ৬:৩২ পিএম

বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার মেধা ও কৌশলের ফলে করোনাকালেও দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। বিশ্বের সকল দেশের সহিত আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রেখে তিনি এই অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন। দেশবাসীকে বাঁচানোর জন্য করোনা মোকাবেলায় তিনি প্রাণ পণ লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন দেশের ১৮কোটি জনগণের ভালবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ভীত এখন অনেক দৃঢ় ও মজবুত। ইচ্ছে করলেই যে কেহ সহজেই সেই ভীতকে নাড়িয়ে দিতে পারবেনা। যে যতই ষড়যন্ত্র করুক না কেন দেশ এখন উন্নয়নের ঊর্ধ্ব সোপানে এগিয়ে যাবে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও করোনা ঊর্ধ্বগতি রোধকল্পে জনসেচতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রীর এই সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গফফার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা মোকাবেলা মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি সাপাহার খাদ্যগুদাম পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ