Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় আরো ১৪ জনের প্রাণহানী, সেইসাথে আক্রান্ত ৮৫৩ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১:৩৪ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে সিলেটে। গত  চব্বিশ ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৫৩ জন। এছাড়া সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪২২ জন করোনা রোগী ।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ সোমবার দুপুরে জানানো হয়েছে এই তথ্য। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ  সকাল ৮টা পর্যন্ত সময়ে ১৪ জন করোনা রোগী মারা গেছেন সিলেট বিভাগে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪ জনসহ সিলেট ১০ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন ও ২ জনের মৃত্যু হয়েছে হবিগঞ্জ। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৭১৬ জন। তন্মধ্যে সর্বোচ্চ ৫৭১ জনই মারা গেছেন সিলেটে। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ৬১ জন ও ৩২ জনের মৃত্যু হয়েছে হবিগঞ্জে। স্বাস্থ্য অধিদফতর জানায়, সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৫৩ জন। এর মধ্যে সিলেট শনাক্ত হয়েছে ৪৭৯ জন। সুনামগঞ্জে ১০৭ জন, মৌলভীবাজারে ১৯০ জন ও ৭৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে হবিগঞ্জে। ১ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে তাদেরকে। শনাক্তের হার ৪৩.৬৫ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে। তন্মধ্যে সিলেটে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৮১৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮১৮ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৭৪৯ জন ও ৪ হাজার ৯২৩ জন রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৪৬৮ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এখন ৩১ হাজার ৩১১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ