বগুড়ায়
করোনায় ও উপসর্গ নিয়ে আরও ২৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে
করোনায় ১৮ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন। জেলার তিন হাসপাতালে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার ১০জন হলো, আদমদীঘির মোমেনা(৬০), শাজাহানপুরের আঃ আজিজ(৪৮), সোনাতলার শামসুদ্দিন(৬৫), গাবতলীর আজিজার রহমান(৭৭), আদমদীঘির আকতার বানু(৮৫), সদরের জয়নুল(৭১), মতিউর(৬০), বজলার রহমান(৭৫), বাধন চন্দ্র(৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম(৬০)।
এছাড়াও বগুড়ার বাইরের জেলার ৮জন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায়
করোনায় মারা গেছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার অনলাইন ব্রিফিংয়ে জেলার
করোনা পরিস্থিতি সম্পর্কে এসব তথ্য জানান।
তিনি জানান, বগুড়ায় আবারও সংক্রমণ বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ৬২জন, জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় ৩, এন্টিজেন পরীক্ষায় ১৬৯ নমুনায় ৫১জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ নমুনায় ১০জনের দেহে
করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে
করোনা থেকে ১৯৩জন সুস্থতা লাভ করেছেন।
ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০জন
করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪জন। এছাড়া জেলায় ১ হাজার ৪৮৪জন
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।