বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত কয়েকদিন কুষ্টিয়ায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা কমে আসলেও ফের জেলায় বেড়েছে এ ভাইরাসে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও ২৪ ঘন্টায় ১১৩৫টি নমুনা পরীক্ষায় আরো ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২.৬৬ শতাংশ।
নতুন রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৭৬ জন, কুমারখালী উপজেলায় ১৪০ জন, দৌলতপুর উপজেলায় ৪২ জন, ভেড়ামারা উপজেলায় ২৫ জন, মিরপুর উপজেলা ৬৬ জন ও খোকসা উপজেলায় ৩২ জন রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ’ বেডের অনুকুলে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২৪২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৯১ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। জেলায় এখনো পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৬৯ জন। শনাক্ত হয়েছে মোট ১৪৮৯৬ জন আর সুস্থ হয়ে উঠেছেন জন ১১০০৪ জন রোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।