বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে।
কোভিট১৯ এ আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে আরে ১৫৬ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৯০ জনের।
জেলায় মোট কোভিট১৯ আক্রান্তের সংখ্যা ১৭৭১৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ১৯৯৫ জন। এই পর্যন্ত কোয়াররন্টাইনে ছিল মোট ২২৯৩২ জন।
।চিকিৎসা শেষ করে ছাড়পত্র নিয়েছেন ২০৯৩৭ জন।
গত পরশু ৩০-০৭-২০২১ তারিখ থেকে ৩১-০৭-২০২১ ইং তারিখ জেলার বৃহওর দুটি হাসপাতাল তথা ফরিদপুর বঃবঃ শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে হাসপাতাল দুটির মেডিসিন ওয়ার্ডগুলোতে তিল রাখার কোন জায়গা নাই।
গতকাল ১-০৮ -২০২১ তারিখ সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত মৃত্যু ৭ জন( এরা সকলেই ৪৫/৫০) বছর বয়সী লোক এবং ৫/৬ বছরের শিশু সহ মোট ৩১০ জন শ্বাসচাপ, হাপানি, সর্দি জ্বর,ও হাত পা ব্যাথা এবং চোখে রক্ত জমা রোগীরা জরুরীভাবে চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে, ফরিদপুর বঃবঃ শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩্২২ জন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে জরুরি সেবা নিয়ে বাড়ী ফিরছে।
তবে কমছে গাইনী ও সার্জারি রোগীর সখ্যা। দিন দিন বৃদ্বি পেয়েছে মেডিসিন ও করোনার রোগীর সংখ্যা।
উল্লেখ্য, কিছু মানুষ গ্রামের ও উপশহরের ৩০% ভীতু মানুষ সরকারী হাসপাতালে না এসে অযোগ্য মালিকানা হাসপাতাল ও ক্লিনিক থেকে ডাক্তার দেখিয়ে উল্টো বিপদে আছে।
ফরিদপুর জেলায় মৃত্য হার,২.১৪ এবং সুস্হতার ৭৭.৪৮ জন।
গতকাল জেলা ও উপজেলায় কোভিট১৯ এন্টিজেন টেস্ট হয়েছে ৮৭ জনের তার মধ্যে পজেটিভ ৩৮ জনের।
গতকাল ১-০৮-২০২১ তারিখ ৭ জন মৃত্যের মধ্যে ৫ জনের ছিল করোনা পজেটিভ এবং ২ জনের করোনার উপসর্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।