Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাক্রান্ত অন্তঃসত্ত্বা হাসপাতালে ভর্তি বেড়েছে ৭ গুণ ব্রিটেনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মে মাস থেকে করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের হাসপাতালে ভর্তি সাতগুণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শতকরা ৯৯ ভাগই কোনো টিকা নেননি। আবার এদের বেশির ভাগ ধাত্রীরা টিকা নেয়ার পরামর্শও দেননি। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের এক বিশ্লেষণে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, মে মাসে করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা প্রতি সপ্তাহে ২৮ জন ভর্তি হতেন। কিন্তু তারপর এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০০ তে। লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণে এ কথা হয়েছে। এতে মিডলবরো’র ২৭ বছর বয়সী একজন যুবতী স্ট্যাসি নাইটসের দুর্ভোগের কথা তুলে ধরা হয়। করোনা মহামারির মাঝামাঝি সময়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। করোনা হলে শুধু ফ্লুর মতো হয়- এর চেয়ে বেশি কিছু নয়। তাকে একথাই বলা হয়েছিল। ফলে প্রথমে তিনি উদ্বিগ্ন হননি। স্ট্যাসি নাইটস বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাসের মাথায় জানুয়ারিতে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হন তিনি। তাকে এম্বুলেন্সে করে নেয়া হয় হাসপাতালে। তার ভাষায়- এতে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি । মনে হচ্ছিল আমাকে যেন কোনো ট্রেন ধাক্কা মেরেছে। সারাক্ষণ বমি হচ্ছিল। আর তাপমাত্রা ছিল অনেক বেশি। তার শ্বাস-প্রশ্বাস স্থিতিশীল ছিল। কিন্তু পরীক্ষায় দেখা গেল তার রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কিডনিতে বিপজ্জনক সংক্রমণ দেখা দিয়েছে। রক্ত জমাট বাঁধার বড় রকমের ঝুঁকিতে আছেন তিনি। স্বাভাবিকভাবে একজন মানুষের রক্ত জমাট বাঁধার ঝুঁকি যতটুকু তার মধ্যে অন্তঃসত্ত্বা নারীদের রক্ত জমাট বাঁধার ঝুঁকি ৫ গুণ। এ অবস্থায় চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা দিলেন। রক্ত পাতলা করে এমন ওষুধ দিলেন। রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সচল রাখতে দেয়া হয় স্টেরয়েড। তবে স্ট্যাসি নাইটস’কে আইসিইউতে নেয়া হয়নি। তা সত্ত্বেও তার ওপর এবং তার সন্তানের ওপর তিনদিন পর্যন্ত দৃষ্টি রাখলেন চিকিৎসকরা। স্ট্যাসি নাইটস বলেন, আমাকে হাসপাতাল থেকে ছাড় দেয়া হলেও এক মাস পর্যন্ত ইঞ্জেকশনের মাধ্যমে স্টেরয়েড নিতে হয়েছে। এতে আরো অসুস্থ এবং প্রাণশক্তি হারিয়ে ফেলি। দ্য সান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ