বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হবিগঞ্জে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। রোববার সকাল থেকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গত ২৪ ঘন্টায় ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিন জানান, মৃতদের মধ্যে নাজিম (৪০), আলিফ চান (৭০) ও জহুরা (৪৫) করোনা পজেটিভ ছিলেন। আর আহাদ মিয়া (৫৫) নামের আরও একজন সাসপেক্টেড (সন্দেহভাজন) ছিলেন। তার রিপোর্ট এখনও আসেনি। হাসপাতালে করোনা পজেটিভ ভর্তি রয়েছেন ২৬ জন এবং সাসপেক্টেড ভর্তি রয়েছেন আরও ৩২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার জেলা থেকে মোট ৭৯২টি নমুনা পরিক্ষার জন্য সিলেটের ল্যাবে প্রেরণ করা হয়েছিল। পরীক্ষার পর ৩৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৫৭, চুনারুঘাটে ৬৪, লাখাই ২, বাহুবল ৯, বানিয়াচং ২৩, নবীগঞ্জ ৪১, মাধবপুর ৪৯ ও আজমিরীগঞ্জে ৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।