Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে বনসাই প্রদর্শনী শুরু

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : মহানগরীর মনিবাজার চত্বরে গতকাল থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী। বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূরুল হোসেন চৌধুরী ও দেশের প্রখ্যাত সংগীত শিল্পী এন্ডু কিশোর। এতে স্বাগত বক্তব্য রাখেন- সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ। অনুষ্ঠানে সারোয়ার মুর্শেদ বলেন, দক্ষিণ আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় এমন একটি সর্ববৃহৎ গাছ যা সোসাইটির সংগ্রহে রয়েছে। এছাড়া দেশের বিরল প্রজাতির যেসব গাছ কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। সেই গাছগুলোকে তারা দর্শনার্থীদের কাছে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, এবারে বনসাই প্রদর্শনীতে ৬৫ জন শিল্পীর ২৪০টি বনসাই স্থান পেয়েছে। প্রদর্শনীতে বনসাই বৃক্ষের মূল্য সর্বনিন্ম এক হাজার টাকা। আর একটি লাইকড় গাছের সর্বোচ্চ মূল্য রয়েছে চার লাখ টাকা। এই লাইকড় গাছটি সবচেয়ে পুরোনো এবং এর গঠন সবচেয়ে আলাদা। এছাড়া প্রদর্শনীতে উলেখযোগ্য গাছের মধ্যে রয়েছে, দেশি বট, পাইকর, ঘুনিবিচি, বৈচি, তমাল, শ্যাওড়া, কামিনী, জিলাপি, ফাইকন ও তেঁতুলসহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বনসাই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহীতে বনসাই প্রদর্শনী শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ