Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

একসঙ্গে দুই অ্যালবাম নিয়ে কাজ করছেন ফাতেমা-তুজ-জোহরা

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:২৫ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক : প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা একসঙ্গে দুটি অ্যালবামের কাজ করছেন। একটি নজরুল সঙ্গীতের সংকলন। অন্যটি আধুনিক গানের অ্যালবাম। দুটি অ্যালবামই তিনি অডিও আকারে প্রকাশ করবেন। তিনি বলেন, এখন অডিও বাজারের অবস্থা ভালোর দিকে যাচ্ছে। শিল্পীদের পাশাপাশি গীতিকার ও সুরকাররাও অ্যালবাম প্রকাশে এগিয়ে আসছেন। এছাড়া অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও এখন নিয়মিতভাবে অ্যালবামে পৃষ্ঠপোষকতা করছে। এ বিষয়গুলো খুবই ইতিবাচক। এতে আমি বেশ অনুপ্রাণিত। এদিকে ফাতেমা-তুজ-জোহরা দীর্ঘ ৮ বছর পর আধুনিক গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। বর্তমানে তিনি এর গান নির্বাচনের কাজ করছেন। ১০টি গান নিয়ে অ্যালবামটি সাজাবেন। এর আগে তিনি সর্বশেষ ২০০৮ সালে ‘রূপের বাজার’ শিরোনামে আধুনিক গানের অ্যালবাম প্রকাশ করেন। এর বেশকিছু গান জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় একাধিক খ্যাতিমান গীতিকবির গান দিয়ে তার নতুন আধুনিক গানের অ্যালবামটির কাজ করছেন। অ্যালবামের একাধিক গানের সুরও তিনি করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই একটি আধুনিক গানের কাজ শুরু করব বলে ভাবছিলাম। মায়ের অসুস্থতার পাশাপাশি নানা জটিলতার কারণে এর কাজ শুরু করতে পারিনি। এখন এই জটিলতাগুলো নেই। এখন গান বাছাইয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। এতে আমার পাশাপাশি আরো দু-একজনকে দিয়ে সঙ্গীত পরিচালনার চিন্তা করছি। বাণী প্রধান কথা, মনমোহিত সুর ও সঙ্গীতে মানসম্মত একটি অ্যালবামই শ্রোতাদের হাতে তুলে দেয়ার প্রয়াস চালাচ্ছি। আশা করছি, এর মাধ্যমে শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একসঙ্গে দুই অ্যালবাম নিয়ে কাজ করছেন ফাতেমা-তুজ-জোহরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ