Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামলনের ‘ওল্ড’ নিয়ে বিভক্ত সমালোচকরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

মনোজ নাইট শ্যামলনের নতুন ফিল্ম নিয়ে চলচ্চিত্র সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও কম আগ্রহ নেই। তার সর্বশেষ ফিল্ম ‘ওল্ড এখন সীমিত থিয়েটারে চলছে। পিয়ের অস্কার এবং ফ্রেডেরিক পিটার্সের সুইস গ্রাফিক নভেল ‘স্যান্ডক্যাসল’ অবলম্বনে নিজের কাহিনীতে চলচ্চিত্রটি নির্মাণ করছেন শ্যামলন। ফিল্মের কাহিনী এক পরিবারকে নিয়ে যারা মধ্য আমেরিকার এক পর্যটন এলাকায় অবকাশ যাপনে আসে। প্রথমে সব ঠিকই ছিল। অল্প সময় পরই ঝামেলা শুরু হয়। পরিবারের সবার আয়ু কমে যায়, দ্রুত বুড়িয়ে যেতে শুরু করে সবাই। শিশুটি কিশোরে পরিণত হয়, আর তরুণ বৃদ্ধ হয়ে যায়। ফিল্মটিতে অভিনয় করেছেন গেল গার্সিয়া বার্নেল, টমাসিন ম্যাকেঞ্জি, অ্যালেক্স উল্ফ, অ্যাবি লি, অ্যারন পিয়ের, রুফাস সিওয়েল, কেন ল্যুঙ, নিকি আমুকা বার্ড, এমবেথ ডেভিটজ, ইমান এলিয়ট এবং ক্যাথলিন শ্যালফ্যান্ট। সাধারণ দর্শক শ্যামলনের ফিল্ম হিসেবে হয়তো উপভোগ করবে এটি, তবে সমালোচকরা দ্বিধাবিভক্ত, তাদের মতের ওপর ভিত্তি করে রটেন টম্যাটোজ ‘ওল্ড’কে ৫৭ শতাংশ রেটিং দিয়েছে। পরিশেষে লেখা হয়েছে, চিত্রনাট্যকার-পরিচালক মনোজ নাইট শ্যামলনের ‘ওল্ড’-এ আকর্ষণীয় আইডিয়ার কমতি নেই। তবে এর অসম প্রয়োগ দর্শকদের আনন্দ দেবে বা বিরক্ত করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যান্ডক্যাসল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ