Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ৯ জুয়াড়ি গ্রেফতার দিনে আয়, জুয়া খেলে রাতে উড়ায়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ২:১৯ পিএম

চট্টগ্রামে একটি জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সবাই নিম্ন আয়ের মানুষ। সারাদিন পরিশ্রম করে যা আয় করে রাতে এই জুয়া খেলে তা উড়িয়ে দেয়!

আটককৃতরা হলেন-  মোঃ রাসেল মিয়া (৩৫), মোঃ ফয়সাল মিয়া (২৬),  নজরুল ইসলাম (৪০), মোঃ এলাক মিয়া (৪৩),  মোঃ নাজিম আহমেদ (২৬), বাবুল মিয়া (৩০),  মোঃ রাজু মেলকার (৩৪), মোঃ আব্দুল গণি (৪৫), মোঃ বকুল ইসলাম (২০),

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১ টায় আগ্রাবাদ ডেবারপাড় একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় এই ৯ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ২,২৭০ টাকা এবং ৩ প্যাকেট তাস উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে কেউ রিকশা চালক, কেউ ভ্যান চালক, কেউ নির্মাণ শ্রমিক, কেউ সবজি বিক্রেতা আর বাকিরা দিনমজুর। তারা সারাদিন যা আয় করে, রাতে এখানে জুয়া খেলে তা উড়ায়। আটককৃত সবার বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ