Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মানুষের চাপে তিল ধারণের ঠাঁই নেই ফেরিতে!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১:২৩ পিএম

পোশাক কারখানা আগামীকাল (রোববার) থেকে খুলে দেওয়ার খবরে ভোলার ইলিশা ফেরিঘাটে হঠাৎ করে দেখা গেছে মানুষের ঢল। আজ শনিবার থেকে ভোর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার যাত্রী ভিড় জমান। ভিড় সামাল দিতে হিমসিম খাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।

সরজমিনে দেখা গেছে, ফেরিতে তিল ধারণের ঠাঁই নেই। যাত্রীদের চাপে শেষ পর্যন্ত ফেরি কিষানীতে কোনও যানবাহন ওঠতে পারেনি।

ফেরির পরিদর্শক কামরুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে ছেড়ে যেতে বাধ্য হয় ওই ফেরিটি। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ছেড়ে গেছে ফেরি কুসুমকলি। তিনি জানান, গতরাত থেকে আজ সকাল পর্যন্ত ৫টি ফেরিতে ছিল একই অবস্থা।

ফেরির স্টাফরা জানান, যাত্রীদের চাপে ফেরিতে একটি মোটরসাইকেলও ওঠতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ