মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ এক দম্পতি ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছিলেন। সেখানে বেড়ানোর সময় স্বামী মার্টিন লুইস প্রায় ১০ ফুট কাদাপানিতে তলিয়ে যান। আর সে দৃশ্য স্ত্রী র্যাচেল ক্যামেরাবন্দি করে হাসছিলেন।
মার্টিন স্ত্রীর সাথে কর্দমাক্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিজের পরনের জামাকাপড় আর জুতায় কাদা না লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। পাশে থাকা স্ত্রী স্বামীর সেই প্রাণপণ চেষ্টা ক্যামেরাবন্দি করছিলেন।
কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে একেবারে ১০ ফুট গভীর কাদাপানিতে তলিয়ে গেলেন স্বামী। নষ্ট হয়ে গেল তার সাধের জামাকাপড়। আর স্বামীর তলিয়ে যাওয়ার সময় স্ত্রীর প্রতিক্রিয়ার হাসির রোল উঠল নেটমাধ্যমে।
মার্টিন জানান, তিনি স্ত্রীকে নিয়ে শর্টকার্ট পথ খুঁজছিলেন। তারা ভিডিও করতে করতে যাচ্ছিলেন। সামনে আর রাস্তা না থাকায় কাদাপানি পার হতে ঝাঁপ দিয়েছিলেন তিনি। কিন্তু ঝাঁপ দিতেই ৯ থেকে ১০ ফুট গভীর গর্তে পড়ে যান তিনি।
তবে মার্টিন গর্তে পড়ে যাওয়ার সময় হেসে উঠেছিলেন র্যাচেল, যা ভিডিওতে শোনা যাচ্ছিল। নিজের করুণ হাল দেখে র্যাচেলের ওই হাসির কারণে তার ওপর নাখোশ হয়েছিলেন মার্টিন। গত সপ্তাহে মার্টিন ভিডিওটি টিকটকে শেয়ার করেন। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়। ভিডিওটি টিকটকে দেখা হয় ২ কোটি আট লাখ বার। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।