Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক হত্যায় রাষ্ট্রের দায়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

ইউরোপের দেশ মাল্টার অনুসন্ধানী সাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজা হত্যাকা-ে রাষ্ট্রের গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের বরাতে মাল্টার গণমাধ্যমে বলা হয়েছে, রাষ্ট্র রিপোর্টারের জীবনের ঝুঁকি শনাক্ত করতে এবং সেই ঝুঁকি দূর করতে ব্যর্থ হয়েছে।
২০১৭ সালে এক গাড়ি বোমা হামলায় গালিজা নিহত হন। বোমায় তার গাড়িটিও চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর পথে তার গাড়িতে বিস্ফোরণ ঘটে। সাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজা সেসময় দেশটির সরকারের দুর্নীতির তদন্ত করছিলেন।
এই হত্যাকা- নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জোসেফ মুসকাটের নেতৃত্বে একটি তদন্ত শুরু হয়। তদন্তে তার ঘনিষ্ঠ সহযোগীর সম্পৃক্ততা পাওয়ায় তিনি পদত্যাগ করেন। বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং উচ্চ-পর্যায়ের দুর্নীতির তীব্র সমালোচক গালিজার ব্লগ মাল্টায় বেশ জনপ্রিয় ছিল।
গালিজার সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জোসেফ মাসকটও। প্রধানমন্ত্রী মাসকট প্রায় প্রতিদিন বিশেষভাবে তার সমালোচনার শিকার হতেন। সূত্র : বিবিসি নিউজ, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ