Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা কেড়ে নিয়েছে সিলেটে বিএনপির ১৫জন নেতাকর্মী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ৫:২২ পিএম

মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিএনপির বেশকিছু নেতাকর্মীর।
দলটির ১৫ নেতাকর্মী মারা গেছেন সংক্রমণের শিকার হয়ে শুধু সিলেট বিভাগেই।
বিএনপি নেতারা জানান, দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত ১৫ জুলাই অবধি দলের নেতাকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর তালিকা করা হয়েছে হালনাগাদ।

করোনার কালো থাবায় সারা দেশে আক্রান্ত হয়ে মারা গেছেন দলের ৭০৯ জন নেতাকর্মী। তন্মধ্যে ১৫ জন নেতাকর্মীও রয়েছেন সিলেট বিভাগের। সিলেটে মারা যাওয়াদের মধ্যে রয়েছেন দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকও। এরমধ্যে ১৯ জন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাসহ কয়েকজন জাতীয় নেতা রয়েছেন। দলটির কেন্দ্রীয় তালিকা অনুযায়ী চট্টগ্রাম বিভাগে ২০১ জন, ঢাকা বিভাগে ১৮৬, খুলনা বিভাগে ১৫৪ জন, রংপুর বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, ফরিদপুর বিভাগে (দলটির সাংগঠনিক বিভাগ) ১১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, কুমিল্লা বিভাগে ৩৫ জন এবং ১৫ জন মারা গেছেন সিলেট বিভাগে। করোনায় মারা যাওয়া দলের নেতাকর্মীদের মধ্যে যারা আর্থিকভাবে অস্বচ্ছল, তাদের পরিবারকে দলীয় তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করা হচ্ছে। আর ঈদের সময় তাদের পরিবারকে উপহার পৌঁছে দেওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ