Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মারা গেলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ৪:১৪ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম এডভোকেট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহী...রাজিউন)। শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টায় ঢাকার শ্যামলী স্প্যাশালাইসড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।পরিবার সূত্রে জানা যায়, গত (৪ জুলাই) রবিবার চেয়ারম্যান আব্দুল হালিম ও তাঁর স্ত্রী বেগম নার্গিস আক্তারসহ স্ব-পরিবার করোনা আক্রান্ত হন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি পরপর দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। বাদ আসর ভ‚ঞাপুর সরকারি পাইলট মাঠে ও বাদ মাগরিব তাঁর নিজ গ্রাম সাফলকুড়ায় দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ