Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

স্কুল মাঠ তলিয়ে যাওয়ায় বাড়ে দুর্ভোগ

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আবদুস ছালাম খান, লোহাগড়া (নড়াইল) থেকে
লোহাগড়া উপজেলার পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। আর কাদাপানির মধ্যে চলতে গিয়ে অথবা খেলাধুলা করতে গিয়ে অসুস্থ হচ্ছে শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মাঠে বালু ভরাটের জন্য সর্বত্র আবেদন-নিবেদন করেও কোথাও মেলেনি বরাদ্দ। এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের গত মেয়াদে বিদ্যালয়ে একটি সুসজ্জিত ভবন নির্মাণ করা হয়। কিন্তু বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে লোহাগড়া বড়দিয়া পাকা সড়ক ও দক্ষিণ পাশ দিয়ে গ্রাম্য একটি আধাপাকা রাস্তার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে আঙ্গিনা তলিয়ে যায়। আঙ্গিনায় জমে থাকা বৃষ্টির পানিতে ভিজে কোমলমতি শিশুরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। ছাত্রছাত্রীরা ঠা-া কাশি জ্বরসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।  বিদ্যালয়ের ছাত্রী আয়মা নওশিন বিদ্যালয়ের আঙ্গিনায় জমে থাকা বৃষ্টির পানিতে ভিজে অসুস্থ হয়ে ঢাকা শিশু হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসাধীন থাকে। অথচ বিদ্যালয়টি উপজেলা প্রশাসনের ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত হলেও ৬/৭ বছর ধরে আঙ্গিনায় বালু ভরাটের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস পারভীন জানান, বিদ্যালয়টি উপজেলা প্রশাসনের দোরগোড়ায় হলেও উপজেলা প্রশাসন থেকে বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা কোনো সাহায্য পাইনি। বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আবু আব্দুল্লাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় বর্তমান সরকারের গত মেয়াদে বিদ্যালয়ে একটি সুসজ্জিত ভবন হয়েছে। অথচ বিদ্যালয়ের আঙ্গিনায় সামান্য বৃষ্টিপাতে পানি জমে শিশুরা অসুস্থ হচ্ছে এব্যাপারে ৫/৬ বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জেলা প্রশাসক, নড়াইল, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহাগড়া, উপজেলা চেয়ারম্যান লোহাগড়া, উপজেলা শিক্ষা অফিসে লিখিত আবেদন করেও কোনো ফল হয়নি। সর্বশেষ এবছরের এপ্রিল মাসে নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের নিকট বিদ্যালয়ের আঙ্গিনা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার  ছবিসহ আবেদন হাতে হাতে দেয়া হয়। একই মাসে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সুবাস বোস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমিরকে বিদ্যালয়ের আঙ্গিনায় বালু ভরাটের ব্যাপারে আবেদন করলে তারা সকলেই অপারগতা প্রকাশ এবং এখতিয়ারের বাইরে বলে জানিয়ে দেন। ফলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী বিদ্যালয়ের আঙ্গিনায় বালু ভরাট ও শিশুদের দুর্ঘটনার হাত থেকে রক্ষায় বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল মাঠ তলিয়ে যাওয়ায় বাড়ে দুর্ভোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ