রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ছাতকে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে। বুধবার গভীর রাতে শহরের চালহাটায় এ ঘটনা ঘটে। জানা যায়, ব্যবসায়ী সাবেক পৌর কমিশনার মুহিবুর রহমান সাধুর মালিকাধীন শহরের চালহাটা এলাকার মেসার্স মুহিবুর রহমান সাধু নামের ব্যবসা প্রতিষ্ঠানটি প্রতিদিনের ন্যায় রাত ১২টায় তালাবদ্ধ করে বাসায় চলে যান। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় তার ভাগিনা শামসুল হক তালা খুলে লোহার সিন্দুক ও পেছনের দরজাটি ভাঙা দেখতে পেয়ে কর্তৃপক্ষসহ পুলিশকে অবহিত করে। তারা এসে দেখতে পায় সংঘবদ্ধ চোরেরা গভীর রাতে দোকানের পেছনের স্টিলের দরজা ও কলাপসিবলগেট ভেঙে ভেতরে প্রবেশ করে লোহার সিন্দুক থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার, ২ লাখ ৫০ হাজার টাকার সিগারেট ও দেড় লাখ টাকার দুধসহ মোট প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার সময় সামনের রুম থেকে পেছনের রুমে নিয়ে লোহার সিন্দুকের দরজা ভেঙে টিটি করার জন্যে রাখা ৩ লাখ ৮০ হাজার টাকা চুরি করে চোরেরা। সিন্দুকটি বহন করতে ৮/১০ লোকের প্রয়োজন বলে জানায় দোকানের লোকজন। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন জানান, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।