Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেকে জুলাইয়ে করোনায় সর্বোচ্চ মৃত্যু ৫১০

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১১:৪৪ এএম

গত ১ জুলাই থেকে ৩০জুলাই পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১০ জন। গত এক বছরের মধ্যে এ হাসপাতালে করোনা ইউনিট এ সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটলো। নয় মাসে মৃত ৫১০ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৭ জন এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫৩ জন।

রামেক হাসপাতালের দেওয়া তথ্য চিত্রে দেখো যায়, এ হাসপাতালে মূলত গত বছরের এপ্রিল মাস থেকে করোনা রোগী ভর্তি শুরু হয়। ওই মাসে মোট ২৫ জন রোগী ভর্তি হলেও কেউ মারা যায়নি। তবে পরের মাস মে থেকে করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে রোগী মৃত্যু শুরু হয়।

হাসপাতালের দেওয়া তথ্যে দেখা যায়, গত বছরের আগস্ট মাস থেকে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু শুরু হয় এ হাসপাতালে। এর আগে এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত করোনা রোগী ভর্তি হলেও আক্রান্ত কেউ মারা যাননি। তবে উপসর্গ নিয়ে ওই চার মাসে মোট যান ১৫৩ জন। এরপর আগস্টে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা যান ৯৭ জন। যার মধ্যে আক্রান্ত ছিলেন ২৬ জন।

এরপর সেপ্টেম্বরে মৃত মোট ৫০ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১৩ জন, অক্টোবরে মৃত ২৮ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৬ জন, নভেম্বরে মৃত ৩১ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৪ জন, ডিসেম্বরে মৃত ৩৪ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ১১ জন, জানুয়ারিতে মৃত ২৯ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৪ জন, ফেব্রয়ারিতে মৃত ১৭ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ১ জন, মার্চে মৃত ৩১ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৩ জন, এপ্রিলে মৃত ৭৯ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৩৬ জন, মে’তে মৃত ১২৪ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৫৩ জন, জুনে মৃত ৪০৫ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১৮৯ জনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ