বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনা সংক্রমণ প্রতিদিনই রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৬৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৩৭ শতাংশ। একই সময়ে করোনার আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানান হয়েছে।
এতে বলা হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে সর্বোচ্চ ৩৯২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১৪৬৬ জনের। আগের দিন বৃহস্পতিবার ১৩১৫ জন এবং বুধবার ৯১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়ে। ওই দুই দিন করোনায় মারা যান ১৭ জন করে। টানা বেশ কয়েক দিন পর মৃত্যু কিছুটা কম হলেও শনাক্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গেছে। নতুন আক্রান্ত ১০৮৫ জন মহানগরীর বাসিন্দা। বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৮১ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২১৭ জন। মারা গেছেন ৯৫৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।