রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরায় বেকারি কর্মচারী আনারুল ইসলামকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন ও একজনের পাঁচ বছরের কারাদ- প্রদান করেছে আদালত। একই মামলায় দু’জনকে খালাস দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রাশেদ, জাহাঙ্গীর, নজরুল, নুর ইসলাম ও মোতালেবকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। এছাড়া কামরুল ইসলাম নামে অপর একজনকে পাঁচ বছরের কারাদ- দেয়া হয়েছে। আর খালাস পেয়েছেন আবু তালেব ও আশারত নামে দু’জন। সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৬ বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর মাঠে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা হয়নি। খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা উল্লিখিত আসামিরা একই গ্রামের আমির আলীর ছেলে আনারুল ইসলামকে গলার মধ্যে ছুরি ঢুকিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ নথিপত্র পর্যালোচনা ও ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পাঁচ জনকে যাবজ্জীবন ও একজনের পাঁচ বছরের কারাদ- প্রদান করেছে আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।