Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে ৩ জনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

কলেজছাত্র রুবেল হত্যাকান্ড

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা
পিরোজপুর জেলার মঠবাড়িয়ার কলেজছাত্র রুবেল (২০) হত্যা মামলায় দায়ে ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের  অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলোÑ মিরাজ (২০), আব্দুল জলিল (২২) ও আবুল কালাম (২৩)। এর মধ্যে প্রধান আসামি মিরাজ পলাতক রয়েছে। যাবজ্জীবন কারদ-প্রাপ্ত আসামিরা হলোÑ জাহিদুল ইসলাম, আব্দুল মান্নান, ফারুখ খাঁ ও রিয়াজ খাঁ। মামলার এজাহার সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো: হাবিবুর রহমান আকনের ছেলে কলেজছাত্র মো: রুবেল আকনের সাথে একই কলেজের ছাত্রী ইতির প্রেমের সম্পর্ক ধরে এবং তাদের বাড়ির পাশের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে পরিকল্পিতভাবে আসামিরা ২০০৮ সালের ২২ জুন রাতে রুবেলকে তার বোনের বাড়ি ঘটিচোরা গ্রাম থেকে পাওনা টাকা দেয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে আসে। পরে তাকে ওই উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় প্রাক্তন মেম্বার মো: জব্বার মিয়ার বাড়ির পশ্চিম পাশে সুপারি বাগানে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে মাছুয়া ভারানী খালে ফেলে দেয়। পরের দিন ২৩ জুন খালে রুবেলের লাশ ভেসে ওঠে এবং একই দিন রুবেলের বাবা মো: হাবিবুর রহমান আকন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিরোজপুরে ৩ জনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ