Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওটিটি প্ল্যাটফর্মে দর্শকসাড়া ফেলেছে ওয়েব সিরিজ মহানগর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৭ এএম

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। মুক্তির পর দুই বাংলার দর্শকদের মধ্যে সিরিজটি আলোড়ন সৃষ্টি করেছে। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। আশফাক নিপুণ বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ ছিল। অনেক বেশি টেনশনও ছিল যে, মানুষ আসলে গ্রহণ করবে কিনা। এটি প্রচারের পর বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছি, মানুষ একটানা বসে দেখেছে। সিজন টুয়ের জন্য চাহিদা তৈরি হয়েছে। দর্শকের এ ভালোবাসার জন্যই আমরা কাজ করি। দেশীয় একটি কনটেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, এটা ভাবতে ভালো লাগছে। নিপুণ বলেন, আমি আমার কাজগুলোতে সামাজিক-রাজনৈতিক গল্প বলার চেষ্টা করি। সমসাময়িক গল্প বলার চেষ্টা করি। আমি মনে করি, গল্প বলার ক্ষেত্রে সময় ধারণ করতে না পারলে তার কোনো অর্থ দাঁড়ায় না। স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছি, এক রাতে থানার একটি গল্প তুলে ধরার। দেশের বর্তমান পরিস্থিতি দেখানো চেষ্টা করেছি, এক রাতের মধ্যে। বিষয়টি খুবই চ্যালেঞ্জিং ছিল। কেউ যদি অনেক পরে গিয়েও কাজটি দেখে তাহলে ২০২১ সালে মহানগরের অবস্থা কী ছিল তা বুঝতে পারবে। সে ভাবনা থেকেই কাজটি শুরু করা। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বড় সম্ভাবনা দেখছেন আশফাক নিপুণ। তিনি মনে করেন, ওটিটির কারণে সব শিল্পীদের জন্য কাজের পরিধি বাড়বে। লোকাল কনটেন্ট সারাবিশ্বে উন্মুক্ত হয়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েব সিরিজ মহানগর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ