Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ বস ওটিটি’তে যে জন্য অংশ নেবেন না মল্লিকা শেরাওয়াত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৭ এএম

আগামী মাসেই বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। এই প্রথমবারের মত কালার্স টিভিতে প্রচারের ছয় সপ্তাহ আগে এই অনুষ্ঠানটি ডিজিটাল মাধ্যমে স্ট্রিমিং হবে। প্রতিবারের মত এবারও নির্মাতারা ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের এতে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূত স্ট্রিমিং চ্যানেলে প্রচারিতব্য করণ জোহরের উপস্থাপনায় ‘বিগ বস ওটিটি’তে অংশ নেবার জন্য অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে। এক সূত্র বলেছে, “বিশেষ ক্ষমতা নিয়ে অন্য প্রতিযোগীদের মতোই ছয় দীর্ঘ সপ্তাহের জন্য তাকে অংশ নেবার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। ‘বিগ বস’-এর একটি গোপন দায়িত্ব দেবার কথা ছিল তাকে। তার আগ্রহ থাকলেও অনুষ্ঠানটিতে প্রতিযোগী হিসেবে অংশ নেবার ইচ্ছা নেই তার। আর তাই তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।” সিদ্ধার্থ শুক্লা, আসিম রিয়াজ, রেশমি দেসাই, শেহনাজ গিলকে নিয়ে ‘বিগ বস ১৩’তে মল্লিকার মালকিন হিসেবে প্রবেশের কথা ছিল তবে তার স্থলাভিষিক্ত হন আমিশা প্যাটেল, আর তাকে এক পর্বে অতিথি হিসেবে দেখা গেছে। ‘প্রতিযোগী হিসেবে অনিচ্ছা’ সম্ভবত ‘বিগ বস ওটিটি’তে তার সায় না দেবার একমাত্র কারণ নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ