বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল তিন ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহন পারাপার শুরু হয়েছে দক্ষিণবঙ্গের অন্যতম শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন দৈনিক ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,বৈরি আবহাওয়ার কারনে পদ্মা উত্তাল থাকায় বেলা ১২ টা থেকে তিন ঘন্টার জন্য শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। নদীর উত্তাল ঢেউ কমে যাওয়ার পর ফেরি চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
এদিকে বৃহস্পতিবারও শিমুলিয়া ঘাটে সকাল থেকে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকেই বাংলাবাজার ঘাট হয়ে ফেরিতে পদ্মা নদী পার হয়ে শিমুলিয়া ঘাটে শত শত যাত্রী আসতে দেখা গেছে।