Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় শাহরিয়ার ও পূজার তোমার জন্য মন

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ৫ জানুয়ারি অনলাইন-এ প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ার ও পূজার নতুন গান তোমার জন্য মন। আই টিউন্স, এমাজন, গুগল প্লে, ¯পটিফাইসহ ২৫০ পোর্টাল এ সিঙ্গেলটি প্রকাশিত হয়। এছাড়া গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ার এর ইউটিউব চ্যানেলে। গানটির কথা সুর ও সঙ্গীত করেছেন জয় শাহরিয়ার। প্রকাশ করেছে আজব রেকর্ডস। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন প্রীত রেজা। জয় শাহরিয়ার বলেন, পৃথিবী জুড়ে সিঙ্গেল গান প্রকাশ একটি জনপ্রিয় পন্থা। অ্যালবামের উল্লেখযোগ্য ১-২টি গান প্রথমে সিঙ্গেল হিসেবে প্রকাশ করার পর বাকি গানের সমন্বয়ে পুরো অ্যালবাম প্রকাশ করে থাকে আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীরা। আমরা কেন পিছিয়ে থাকব? ২০১৩ সালে আমি যখন অনলাইনে বাংলাদেশে প্রথম আমার সিঙ্গেল ‘ছুঁতো’ প্রকাশ করেছিলাম, তখন অনেকেই আমাকে পাগল বলেছিলেন। অথচ আজ বাংলাদেশে সঙ্গীতাঙ্গনে সিঙ্গেল প্রকাশ একটি গ্রহণযোগ্য পন্থা হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। গান প্রসঙ্গে জয় বলেন, পূজার সাথে এটা আমার প্রথম কাজ। ওর ভয়েস খুব সুন্দর এবং অন্যরকম। আমি চেষ্টা করেছি ওর এখন পর্যন্ত করা কাজের বাইরে ভিন্ন কিছু দিতে। পূজা খুব ভালো গেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। পূজা বলেন, জয় ভাই-এর সাথে আমার প্রথম কাজ। তার লিরিক্স, টিউন আমার খুব পছন্দের। অনেক দিনের ইচ্ছে ছিল তার গান গাইবার। আমি নিশ্চিত গানটি শ্রোতারা অনেক পছন্দ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয় শাহরিয়ার ও পূজার তোমার জন্য মন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ