Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পেল শাকিরার নতুন গান ‘ডোন্ট ওয়েট আপ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০২ এএম

কলাম্বিয়ার আন্তর্জাতিক তারকা শাকিরা তার নতুন গান ‘ডোন্ট ওয়েট আপ’ মুক্তি দিয়েছেন। সামাজিক মাধ্যমে ঘোষণা দেবার দু’দিন পর দ্রুত লয়ের গানটি মুক্তি পায়। শাকিরা এক বিবৃতিতে বলেন : “সবার সঙ্গে আমার নতুন গান ‘ডোন্ট ওয়েট আপ’ শেয়ার করে আমি রোমাঞ্চিত। যেদিন গানটির কাজ স্টুডিওতে সম্পন্ন হয় আমি বুঝতে পেরেছিলাম গ্রীষ্ম আর সেসব রাতের জন্য একেবারে নিখুঁত যখন কেউ ভবিষ্যৎ নিয়ে ভাবে না।” ৪৪ বছর বয়সী গায়িকা গানটির সঙ্গে মিউজিক ভিডিও মুক্তি দিয়েছেন। ইউটিউবে গানটি এ পর্যন্ত ১ কোটিবার ভিউ হয়েছে। ইয়ান কার্কপ্যাট্রিক এবং এমিলি ওয়ারেন গানটি লিখেছেন।স্পেনের তেনেরিফেতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ওয়ারেন ফু। চলচ্চিত্রায়নের কয়েকদিন আগে থেকে শাকিরা তেনেরিফের গিয়া ইসোরা এলাকার আবামা রিজর্টে সময় কাটান। এখনেই ভিডিওর মনে রাখার মত কিছু দৃশ্যের চিত্রায়ন হয়েছে। ‘ডোন্ট ওয়েট আপ’ তার ২০১৭’র ‘এল ডোরাডো’ অ্যালবামের ‘হোয়েন এ উওম্যান’ এবং হোয়াট উই সেইড’ (ফিচারিং ম্যাজিক!)-এর পর প্রথম ইংরেজি গান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ