Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসটিআই থেকে চার প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে ৪ (চার) টি প্রতিষ্ঠানকে আইসএসও সনদ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠান চারটির মধ্যে- মেসার্স বিডি ফুডস লিমিটেড ও হাশেম ফুডস লিমিটেড কে আইএসও ২২০০০ঃ২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) এবং অটোমেশন এন্ড সফটওয়্যার কোম্পানি মেসার্স ক্রিস্টাল টেকনোলজি ও ডেক্সটোজ মনোহাইড্রেড উৎপাদনকারী বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান মেসার্স রহমান কেমিক্যালস লিমিটেডকে আইএসও ৯০০১ঃ২০০৮ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) এর উপর সনদ প্রদান করা হয়।
গতকাল রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এ চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রতিনিধিবৃন্দের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সনদ গ্রহণ করেন মেসার্স বিডি ফুডস লিমিটেডের ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) রহমত উল্লাহ, সজিব গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাশেম (সজীব), মেসার্স ক্রিস্টাল টেকনোলজি এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মনিরুল ইসলাম খান, মেসার্স রহমান কেমিক্যালস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান। অনুষ্ঠানে বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসটিআই থেকে চার প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ