Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বাস ট্রাক ও কাভার্ডভ্যানের অ্যাঙ্গেল ও বাম্পার ৩০ নভেম্বরের মধ্যে খুলে ফেলতে হবে

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাস, ট্রাক ও কাভার্ডভ্যান এর অ্যাঙ্গেল ও অননুমোদিত বাম্পার খুলে ফেলতে হবে। মালিকপক্ষ নিজ উদ্যোগে এ কাজটি করবেন। উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর কারিগরি নির্দেশনার বাইরে নির্মিত বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের রেজিস্ট্রেশন দেয়া হবে না। এ ব্যাপারে বিআরটিএ-কে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সড়ক পরিবহন বিষয়ক এক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেয়া হয়। এতে অন্যান্যের মধ্যে বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামসুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রহিম বক্স দুদুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস ট্রাক ও কাভার্ডভ্যানের অ্যাঙ্গেল ও বাম্পার ৩০ নভেম্বরের মধ্যে খুলে ফেলতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ