Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে করোনায় ১২ ঘণ্টায় পিতা-পুত্রের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৪:৩২ পিএম

চট্টগ্রামে করোনায় মৃত্যু এবং শনাক্ত বাড়ছেই। জেলার বোয়ালখালী উপজেলায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন আবু সৈয়দ চৌধুরী (৮০) ও তার ছেলে মো. আলমগীর (৩৫)। তারা উপজেলার চরখিজিরপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, করোনা আক্রান্ত হওয়ার পর গত ২২ জুলাই ছেলে আলমগীরকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর পরদিন পিতা আবু সৈয়দ চৌধুরীকেও একই হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় পিতা আবু সৈয়দ চৌধুরীর মৃত্যু হয়। পরে বুধবার সকাল ৯টায় ছেলে মো. আলমগীরও মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ৯১৫ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ