নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ শুরুর আগেই লঙ্কান কোচ করোনা আক্রান্ত হওয়ায় পিঁছিয়েছিল সিরিজ। এবার সিরিজ চলাকালীন ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া করোনা পজিটিভ হওয়ায় স্থগিত হয়ে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আক্রান্ত হওয়া এই অলরাউন্ডার ভারতীয় একাদশের নিয়মিত সদস্য হওয়ায় গোটা ভারতীয় দলকেই তাই পাঠানো হয়েছে আইসোলেশনে। আবারও করানো হবে কোভিড ১৯ পরীক্ষা। তবে ম্যাচটি স্থগিত হয়ে গেলেও বাতিল হয়নি। সুস্থ খেলোয়াড়দের নিয়ে একই ভেন্যুতে আজই ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা।
সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
শেষটি হারলেও ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় ভারত। টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করেছে সফরকারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।