Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবিএম মূসা স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব কাল

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এবিএম মূসা স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে মাওলা ব্্রাদার্স। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখবেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্য শিরিন আখতার, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ, প্রবীণ সাংবাদিক আবদুর রহিম, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের একাংশের মহাসচিব এম. আবদুল্লাহ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও স্মারকগ্রন্থের প্রকাশক মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক। ধন্যবাদ জ্ঞাপন করবেন এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা। সঞ্চালনা করবেন সাংবাদিক কবি হাসান হাফিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবিএম মূসা স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ