প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের ঈদে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা ৮টি নাটক প্রচার হয়। এর মধ্যে ৫টি একক ও ৩টি ৭ পর্বের ধারাবাহিক। একক নাটক পাঁচটি হলো, অনন্য ইমনের পরিচালনায় ‘দেনমোহর’, সরদার রোকনের পরিচালনায় ‘বাবু’, মজিবুল হক খোকনের পরিচালনায় ‘সন্দেহ বিবি’, শৌর্য দীপ্ত সূর্যর পরিচালনায় ‘ডিভোর্সী বউ’ এবং বর্ণনাথের পরিচালনায় ‘গরীবের সুন্দরী বউ’। ৩টি সাপ্তাহিক ধারাবাহিকের মধ্যে হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেলের যৌথ পরিচালনায় ‘বাগান বাড়ি’, আল হাজেনের পরিচালনায় ‘প্রবাসীর টাকার মেশিন’ এবং এস এ হক অলিকের পরিচালনায় ‘কোরবানীর বিরাট হাট’। তার লেখা নাটকগুলো দর্শক দৃষ্টি কাড়তে সক্ষম হয়। বেশ প্রশংসিত হচ্ছে। ঈদে বিনোদন দেয়ার জন্য হাস্যরসাত্মকভাবে নাটকগুলোর গল্প রচিত হয়। ইতোমধ্যে তার রচিত ধারাবাহিক ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেওয়ার পথে। এর মধ্যে আল হাজেন পরিচালিত ‘প্রবাসী টাকার মেশিন’, এস এ হক অলিক পরিচালিত ‘কোরবানীর বিরাট হাট’ এবং হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেল পরিচালিত জাহিদ হাসান অভিনীত ‘বাগান বাড়ি’ রয়েছে। প্রশংসিত একক নাটকগুলোর মধ্যে সরদার রোকনের পরিচালনায় ‘বাবু’, মজিবুল হক খোকনের পরিচালনায় ‘সন্দেহ বিবি’, শৌর্য দীপ্ত সূর্যর পরিচালনায় ‘ডিভোর্সী বউ’ এবং বর্ণনাথের পরিচালনায় ‘গরীবের সুন্দরী বউ’ অন্যতম। বৈশাখী টিভিতে প্রচারিত নাটকগুলোর মধ্যে ইতোমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে রোমান রনির রচনা ও পরিচালনায় ‘হাটা জামাই’ এবং মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় ‘নয়নতারা স্টোর’। হাটা জামাই ইউটিউবে আপ করার তিন দিনের মধ্যেই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, অন্যদিকে মিলন ভিউয়ের পথে রয়েছে নয়নতারা স্টোর, যার ভিউ ৮ লাখ। তারিক মুহাম্মদ হাসান পরিচালিত রাশেদ একক নাটক ‘ভাইয়ের সাথে একান্ত আলাপে নাটকটিও বেশ প্রশংসিত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।