Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

এখনই না
করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কারণে এই মুহূর্তে বিদ্যমান কোনও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউজ এই খবর নিশ্চিত করেছে। এর অর্থ হলো ২০২০ সালে বহাল করা নিষেধাজ্ঞা খুব স্বল্প মেয়াদে প্রত্যাহার করা হচ্ছে না। বিশ্বের শীর্ষ দশ জন ভাইরোলজিস্ট ও এপিডেমিওলজিস্ট বলছেন, করোনার টিকা না নেওয়া মানুষেরাই এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। রয়টার্স।


ফিরিয়ে নিচ্ছে
সিরিয়ায় পাড়ি জমিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া এক সন্দেহভাজন নারী ও তার দুই সন্তানকে ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তাদেরকে ফিরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত খুব হালকাভাবে নেওয়া হয়নি। তারা যাতে নিউজিল্যান্ডের জন্য কোনও ঝুঁকি না হয় সেটি খুব ভালভাবে লক্ষ্য রাখা হবে। যে নারীকে নিউজিল্যান্ড ফিরিয়ে নিচ্ছে, তার বয়স ২৬ বছর। তিনি ছোটবেলা থেকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছেন। তার দুই দেশেরই নাগরিকত্ব ছিল। বিবিসি।


খুলছে দ.আফ্রিকায়
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, গুরুত্বপূর্ণ বিবেচনায় সীমিতাকারে সামাজিক, শিক্ষা ও ধর্মীয় এবং বাণিজ্যিক কার্যক্রমে বেশ কিছু বিধিনিষেধ তুলে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রতিষ্ঠান ও মানুষজনকে সহযোগিতা করতে হবে। না হলে সরকার যে উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে তা কাজে আসবে না। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আরোপ করা লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিজনেস ইনসাইডার।


ইন্টারপোলের
সুপরিচিত কন্ট্রাক্টর মোহাম্মদ আলি ও অন্য দু’জনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিচ্ছে মিসর সরকার। দেশটির এক আদালত সহিংসতায় উস্কানি দেয়া, ভুয়া খবর ছড়িয়ে দেয়া এবং সন্ত্রাসী একটি গ্রুপে যোগ দেয়ার জন্য তাদেরকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে। কায়রোর সন্ত্রাস বিষয়ক আদালত মোহাম্মদ আলি, তামের জালাল ও আবদাল্লাহ সালেমকে দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ