Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাওনা টাকা না দেওয়ায় কামড় দিয়ে ক্রেতার কান ছিড়লো দোকানি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ৭:১২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাওনা টাকা দিতে না পাড়ায় দোকানি কামড় দিয়ে কান ছিড়ে ফেলল ক্রেতার। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিরাজদিখান বাজারে এই ঘটনাটি ঘটে। ক্রেতা আহত সুমন দেওয়ানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব আবিরপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আউয়াল মোল্লা (২৮) দীর্ঘদিন যাবৎ সিরাজদিখান বাজারের গো-খাদ্যের ব্যবসা করেন। আজ দুপুরে একই গ্রামের সাবেদ আলী দেওয়ানের ছেলে সুমন দেওয়ান (৩৬) গো-খাদ্য (ভুসি) আনতে যায়। এ সময় দোকানী আউল মোল্লা পূর্বের পাওনা ২ হাজার টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় দোকানী আওউল মোল্লা উত্তেজিত হয়ে সুমনের বাম কানে কামড় দিয়ে কান ছিড়ে ফেলে । আশপাশের লোকজন উদ্ধার করে আহত সুমনকে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থকমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

সিরাজদিখান বাজারের বণিক সমিতির যুগ্ম সম্পাদক আলম খান জানান, বিষয়টি আমি অবগত এবং খুবই দু:খজনক ঘটনা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুন্সীগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ