Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার ১

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০১ এএম

কোম্পানীগঞ্জ উপজেলায় সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত মো. আমজাদ হোসেন মাসুদ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আন্তু মিয়াজির বাড়ির মফিজ উল্যার ছেলে।

গতকাল সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান। তিনি আরও জানান, গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী মোল্লার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নোয়াখালী ২ নং আমলী আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
উল্লেখ্য, চলতি বছরের গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে চাপরাশিরহাট বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পেশাগত কাজে গিয়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ মুজাক্কির। পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত মুজাক্কিরের পিতা। পরে মামলাটির তদন্তভার পায় নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার পর থেকে এ মামলায় আরও ১৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় জেলা পিবিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ