গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা শহরের ডেঙ্গু উপদ্রব চরম পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর ঘরে ঘরে আজ ডেঙ্গু রোগী। বৈশ্বিক করোনা মহামারি সাথে পাল্লা দিয়ে নগরবাসীকে ডেঙ্গুর মুখোমুখি হতে হচ্ছে। এডিস মশা নিধনে ডিসিসি চরমভাবে ব্যর্থ । বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে সাধারণ ডেঙ্গু রোগীরা চিকিৎসার সুযোগ পাচ্ছে না। বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। ফলে সাধারণ জনগণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারি ও বেসরকারি সকল হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা দ্রুত ও সহজলভ্য করার দাবি জানান তিনি। তিনি আরো বলেন, শত শত কোটি টাকার মশক নিধন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ডেঙ্গু মশা নিধনে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দরুন ঢাকা সিটি করপোরেশনের মশক নিধনের দায়িত্বশীলদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান তিনি। তিনি মশক নিধনে ব্যর্থ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত কমিটির ব্যবস্থা নেয়ার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।