বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলায় দুই পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি। ঘটনাটি ঘটার সময় নির্বাহী কর্মকর্তা গাড়িতে ছিলেন না। ঘটনাটি ঘটে আজ সোমবার (২৬ জুলাই) সকালে গফরগাঁও উপজেলার হাটুরিয়া এলাকায়। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম গাড়িতে তেল না থাকায় চালক মোঃ খসরুকে সোমবার সকাল ৯টা ৫০মিনিটের দিকে হাটুরিয়া এলাকার পাম্প থেকে তেল আনতে পাঠান। চালক গাড়ি নিয়ে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় যাওয়ার পর দুই পথচারীকে অতিক্রম করার সময় হঠাৎ সামনে পড়ে একটি গরু। এ সময় চালক দুই পথচারীকে বাঁচাতে হার্ড ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্থ হয়। তবে খাদে পড়ার পূর্বে চালক কৌশলে গাড়ি থেকে বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে সংস্কারের জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়। চালক মোঃ খসরু বলেন, হার্ড ব্রেক না ধরলে গরুর গায়ে লেগে পাশের দুই পথচারীর প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, লকডাউন জনিত কারণে বের হয়ে দেখি গাড়িতে তেল নাই। চালককে তেল আনতে বলে আমি অফিসে চলে আসি। পাম্প থেকে তেল আনতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে আল্লাহর রহমত যে গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও চালক দুজন পথচারীর প্রাণ বাঁচিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।